আমাদের দেশ সব চেয়ে সেরা,
এ দেশে জন্ম নিয়ে ধন্য হয়েছি মোরা।
আমাদের দেশ স্বাধীন সেরা দেশ,
এ দেশেই যেন মোর মৃত্যু হয়।
সবুজ সেরা আমার এই দেশ,
শস্য শ্যামল এই আমাদের বাংলাদেশ।

লুবনা বিনতে মো¯তফা
৫ম শ্রেণী
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল

Visitor Count