ছায়া ঘেরা গ্রামের তৃণলতা
ভাল লাগে না তোমার সেকি কথা
গ্রামের সুন্দর বৃরে ছায়া।
দেখে তোমার মনে আসবে মায়া।
দেখবে তুমি সুন্দর দিঘি ও নদী নালা।
দেখবে তুমি সুন্দর দিঘি ও নদী নালা।
চোখে পড়বে খেটে খাওয়া মানুষ আর গাছপালা
আমার গায়ের ছোট নদী
তোমার মন ভরে যাবে দেখে নদী
পায়ের নিচে পড়ে সবুজ নরম ঘাস
প্রার্থনা মোর থেকো ভাল
এটাই যে আমার আশার আলো।

মো. রূপম খান
৭ম শ্রেণী
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল

Visitor Count