পুকুরের পানি বিশুদ্ধ করার বিজ্ঞানসম্মত বিধি
অনুসরণ করেও আমরা ডুব দিতে পারি না পুকুরে।
পুকুরের শ্যামল দেহে সোনালী আগুন; উদ্ গত নবীন
আগুনের ফনায় দৃশ্য আর দৃশ্যান্তরে গড়ে ওঠে কিছু চিতা।

আমরা সবাই একদিন ঐ পুকুরের খোল থেকে
বেরিয়ে আসি; পূত-পবিত্র হই...

ও পুকুর, তোমার গোলাঘরের জরায়ুতে জীবনের
প্রতিপাদ্য সংরক্ষণ কর।

আলাউল হোসেন
প্রধান শিক
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।

Visitor Count