কুয়াশা ডানায় মেখে উড়ে যায় শুদ্ধবনের চিল
আহা চিল!
কুয়াশার সবটুকু তুমি নিয়ে নিলে
পড়ে থাকে আবছায়া দিন
তখনও বিমলিন রোদে
নদীজলে ডিঙা বায় একাকী পরাণমাঝি
অমিয় মেঘে ঢেকে যায় পূর্ণিমা চাঁদ
লালনমন বিষণ করে বাজে বিরহের বাঁশি
কিশোরীখোঁপায় দোলে বিরহিনী ফাঁদ...

আলাউল হোসেন
প্রধান শিক
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।

Visitor Count