আমার দেশের সুন্দর ধরণি
আমার দেশের সবুজ-শ্যামল
কান্তিতে জুড়ায় সবার হৃদয়
এই দেশেরই মাটিতে জন্মে
ধন্য আমার জীবন
আমার দেশের নদী, মাঠ-ঘাট,
সুন্দর পাখি সবুজ বন
আমার দেশের কৃষক ছেলে
মধুর বাঁশি বাজায় সুরে
সুজলা-সফলা, শস্য-শ্যামলা আমার দেশের প্রকৃতি।
মোছা. খাইরুন নেছা (ছনিয়া)
অষ্টম শ্রেণী
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল