রাত্রিকাব্য থেমে গেলে পর প্রাত্যহিক সকাল যায়
আবর্তিত বিকেলে... আরক্তিক এই সব বিকেল
আমরণ মেলে দেয় ডানা। দুই বাহু টান টান...
দরোজা- উঠান।

উন্মুখ হয়ে বসে থাকা...

কপালের টিপকে আড়াল করে প্রাংশু চুল
লখিন্দরের ভেলা ভেসে যায় অনিবার্য জীবনাভিমুখে।
জীবনের রং বদলায়-- সবুজ, নীল,স্বচ্ছ থেকে
ধূসর ক্রমশ...

পুনশ্চ:
এবং দূ্রের আলো হাতছানি দিয়ে ডাকে--
অথচ নিরুপায়... ও ধারে যেতে মানা...
কাঁটাতার বিস্তির্ণ...


আলাউল হোসেন
প্রধান শিক
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।

Visitor Count