আমার দেশের মাটি ওভাই
সোনার চেয়েও খাঁটি।
এই মাটিতে জন্ম আমার
এই মাটিতে মরি।
আামার দেশের মাটির মত
আর কোন মাটি নেই,
এই কথাটি বলতে আমার
কোনই বাধা নেই।
এই মাটিতে বাস করি সবাই একসাথে।
এই মাটির জন্য জীবন দিতে
প্রস্তুত থাকব সবে।
তাওহীদ মাহমুদ উল্লাস
অষ্টম শ্রেণী
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল