খাঁচার অচীন পাখী ধরতে না পেরে
প্রভাতের মনোরম আলোয়
দলে দলে ঘুরি;
পুকুরে ঝাপ দিয়ে সাঁতার কেটে
বোবা জলে ঢেউ তুলি...

তবুও
পাখীটির সোনার শরীরে এখন ক্রিকেটের রান,
আর খাঁচায় উড়াতে থাকি ঘুড়ি সারাদিনমান।

আলাউল হোসেন
প্রধান শিক
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।

Visitor Count