কুয়াশা ডানায় মেখে উড়ে যায়
শুদ্ধবনের চিল
আহা চিল!
কুয়াশার সবটুকু তুমি নিয়ে নিলে
পড়ে থাকে আবছায়া দিন
তখনও বিমলিন রোদে
নদীজলে ডিঙা বায় একাকী পরানমাঝি
অমীয় মেঘে ঢেকে যায় পুর্ণিমা চাঁদ......
আলাউল হোসেন
প্রধান শিক
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।