একুশ মোদের মাথার মুকুট
একুশ মোদের গর্ব।
একুশের জন্য অনেকে দিয়েছে
বুকের তাজা রক্ত।
অনেকে দিয়েছে প্রাণ বিসর্জন
অনেকে খেয়েছে গুলি।
এরই জন্য আমরা সবাই
বাংলায় কথা বলি।
বাংলা মোদের অহংকর
বাংলা জন্মভূমি।
বাংলা মোদের মাতৃভাষা
ভুলবনা কোনদিনই।

কাজী ফারহানা জাহান মিম
৫ম শ্রেণী
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশীনাথপুর, পাবনা।

Visitor Count