বাংলাদেশ আমার মায়ের দেশ
আমি এই মায়ের দেশে জন্মেছি।
আমাদের মা তাঁর সন্তানের জন্য অনেক কষ্ট করে থাকেন।
আমার মায়ের মত আর কেউ নেই।
আমার মায়ের ভাষা বাংলা
তাই আমরা মায়ের মুখের ভাষার সাথে আমরা কথা বলি
মায়ের চেয়ে পৃথিবীতে আর কিছু হতে পারে না।
এই মাটির সাথে মিশিয়ে আছে আমাদের মায়ের পরস।
আমাদের এই মায়ের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি।
আমাদের মায়ের এই মধুর ভাষাকে আমাদের সম্মান করতে হবে।
আমার দেশের মাটি,
আমার মা সনোর চেয়ে খাঁটি।

মো. আব্দুল্লাহ-আল-মাহ্মুদ (ফিরোজ)
অষ্টম শ্রেণী
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল

Visitor Count